ASANSOL

আসানসোলে বার্তা দুই মন্ত্রীর : শৃঙ্খলার সঙ্গে নিয়মানুবর্তিতা মেনে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে

আসানসোলে সম্বর্ধনা জেলা তৃনমুল যুব ও ছাত্র সংগঠনের

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল রবীন্দ্র ভবনে রবিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুই মন্ত্রী মলয় ঘটক ও ডঃ প্রদীপ মজুমদারকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্প্রতি যে রাজ্য মন্ত্রী সভায় রদবদল করা হয়, তাতে পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক ড: প্রদীপ মজুমদার। এছাড়াও মলয় ঘটককে আইনের পাশাপাশি তার পুরনো শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুই মন্ত্রী সংবর্ধনা নিয়ে দলের ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বকে বার্ত দিয়ে বলেন, শৃঙ্খলার সঙ্গে নিয়মানুবর্তিতা মেনে সংগঠন মজবুত করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারা আরো বলেন, রাজ্য সরকারের সব প্রকল্প যাতে মানুষ পায় তার দিকে ছাত্র ও যুবদেরকেই নজর রাখতে হবে। এদিনের এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মন্ডল এবং তৃণমূল ছাত্র পরিষদের অভিনব মুখোপাধ্যায় ।

এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , ইন্দ্রানী মিশ্র, মানস দাস বঙ্গজননীর পক্ষ থেকে আলপনা বন্দোপাধ্যায় , কাউন্সিলার রীনা মুখোপাধ্যায় , ববিতা,দাস, কাউন্সিলর তথা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র, জেলার তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় , ভানু বোস, প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *