ঘরে-ঘরে তেরঙ্গা লাগানোর আহ্বান জানিয়ে বিজেপির তরফে বিশাল তেরঙ্গা মিছিল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-75 তম স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার অমৃত মহৎসব উপলক্ষে সীতারামপুর 18/19 নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিশাল তেরঙা পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রায় মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে সফল করতে সবাই সক্রিয় ভূমিকা পালন করেন। এদিন ওয়ার্ড কাউন্সিলর অমিত তুলসিয়ানের প্রচেষ্টায় ঠাকুর ইন্সটিটিউট মাঠ থেকে কুমারডিহা হয়ে নিউ কলোনি হয়ে সীতারামপুর বাজারে গিয়ে এই তিরঙ্গা যাত্রা শেষ হয়। এ কর্মসূচীতে সকল মন্ডল সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন।
বিশেষ করে অমিত তুলসীয়ন, মুকেশ শ্রীবাস্তব, সন্দীপ শ্রীবাস্তব, মন্ডল চার বিজেপি ওবিসি মোর্চার সভাপতি নির্মল গুপ্ত, জেলা সংখ্যালঘু সভাপতি ডাঃ ইবরার আহমেদ, ভজু পাল, রাজা কেশরী, বিট্টু মন্ডল, সার্কেল চার সম্পাদক সোমেন চক্রবর্তী, সঞ্জয় দাস, সুনীল ভর,বিগুল সাঁও, রাম বিশাল সিং, রাজকুমার যাদব ছাড়াও বহু সংখ্যক নাগরিক তেরঙ্গার এই যাত্রাকে সফল করতে মিছিলে যোগ দিয়েছেন।এবং 13 থেকে 15 তারিখের মধ্যে ঘরে ঘরে তেরঙ্গা লাগানোর আহ্বান জানিয়েছে।