West Bengal

সিএম পুলিশ মেডেল ২০২২: এই ১২ জন আইপিএস আধিকারিক পাবেন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : সিএম পুলিশ মেডেল ২০২২ ( CM POLICE MEDAL 2022) এই ১২ জন আইপিএস আধিকারিক(IPS OFFICERS) পাবেন। ৭৫ তম স্বাধীনতা দিবসে, রাজ্য পুলিশের ১২ জন আইপিএস অফিসারকে তাদের ব্যতিক্রমী এবং প্রশংসনীয় কর্মক্ষমতার জন্য সিএম পুলিশ মেডেলের জন্য নির্বাচিত করা হয়েছে। দুই ক্যাটাগরিতে ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য পাঁচজন পুলিশ আধিকারিককে এবং মেধাবী কাজের জন্য সাত পুলিশ আধিকারিককে এই পদক দেওয়া হবে।

ডিজি মনোজ মালাভিয়া, এডিজি আর রাজশেখরন, সিপি হাওড়া প্রবীণ কুমার ত্রিপাঠি, আইজিপি বাঁকুড়া সুনীল কুমার চৌধুরী, বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার) দেবস্মিতা দাস ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য সিএম পদক পাবেন। অন্যদিকে, প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য বর্ধমানের ডিআইজি অলোক রাজৌরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রশিদ মুনির খান, এ রবীন্দ্রনাথ এআইজি (সিকিউরিটি), রূপেশ কুমার (ডিসি – কলকাতা পুলিশ), আকাশ মাঘরিয়া(ডিসি- কলকাতা পুলিশ), জয়িতা বোস -(ডিসি কলকাতা পুলিশ) এবং কামনাশীষ সেন (এসপি- পূর্ব বর্ধমান) রয়েছেন।

Leave a Reply