ঝাড়খন্ড-বাংলা বর্ডারে বিশেষ নাকা তল্লাশি অভিযান
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আর রাত পোহালেই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস ,আর এই স্বাধীনতা দিবস এর দিন যাতে কোনরকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর তরফে বিশেষ নজর দাড়ি শুরু হয়েছে ।বিশেষ করে ঝাড়খন্ড বাংলা বর্ডার গুলিতেও চলেছে বিশেষ নাকা তল্লাশি অভিযান।




কুলটি ডুবুদিহি চেকপোস্ট সহ রূপনারায়নপুর চেকপোস্ট ও চলছে নাকা তল্লাশি ।তাছড়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দেবরাজ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে
চালু হয়েছে বিশেষ নজরদারি ।আসানসোল সৃষ্টি নগর স্থিত এক মলে আসানসোল দুর্গাপুর পুলিশ তল্লাশি অভিযান চালাই ।