ASANSOLKULTI-BARAKAR

চৌরঙ্গি ফাঁড়ির সাফল্য, ঝাড়খণ্ড থেকে উদ্ধার দুটি মোটরসাইকেল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা নিয়ে
আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ বড় সাফল্য পেলো ৷
এলাকায় পরপর মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনার তদন্ত শুরু করেছিলো কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। তাতেই এই সাফল্য।
পুলিশ সূত্রের খবর, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুলটির শিমুল গ্রামের বাসিন্দা সঞ্জীব ঠাকুরের মোটরসাইকেল ছিনতাই হয় ৷ এরপর আবার গত ৭ জুলাই সন্ধ্যায় পুনুড়ি গ্রামের বাসিন্দা শ্যামল মন্ডলের মোটরসাইকেল ছিনতাই করে দুষ্কৃতিরা ৷ এই দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো পুনুড়ি ও চলবলপুর রোডে।


ঘটনা দুটির তদন্ত নেমে এরপর চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে দীনেশ পাশি, মনদিল ভিল্লোর ও মনোয় দে নামে তিনজনের বিরুদ্ধে যুক্ত থাকার কথা জানতে পারে ৷ এই তিনজনকে পুরুলিয়া জেলার মফস্বল থানার পুলিশ জোড়াখুনের মামলায় বারাবনি থানা এলাকা থেকে কিছুদিন আগে গ্রেফতার করে নিয়ে যায় পুরুলিয়া জেলার মফস্বল থানার পুলিশ ৷


এরপর কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এই তিনজনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে নিয়ে আসে। আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদেরকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেলের খোঁজ পায় পুলিশ ৷ তাদের কথা মতো চৌরঙ্গি ফাড়ির পুলিশ ঝাড়খন্ডের বোকারো জেলার গোমো থানা ও বোকারো জেলার পেঙ্কনারায়ণ থানা এলাকা থেকে দুটি মোটর সাইকেলকে উদ্ধার করে নিয়ে আসে ৷ রবিবার তিনজনকে হেফাজত শেষে আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । এই তিনজনের বাড়ি সালানপুর থানার জেমারি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷

Leave a Reply