সিপিআইএম প্রার্থী শুভাশিস মন্ডল এর হয়ে প্রচার করতে এলেন যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: এবার আসানসোল কর্পোরেশনের উপনির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী শুভাশিস মন্ডল এর হয়ে প্রচার করতে এলেন রাজ্যের বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী। এদিন তারা মন্ডল পুর মোড় থেকে বেনালি হাটতলা পর্যন্ত পায়ে হেঁটে দিকে দিকে প্রচার পর্ব সারেন পরে বেনালি হাত তলায় পথসভা করে বিরোধী দল রাজ্যের শাসক দল তৃণমূল ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করে কটাক্ষের সুরে সরব হন।




তিনি দিন দাবি করেন পৌর নির্বাচনে কেন বামেদের জেতাবেন সেই প্রশ্ন তুলে তিনি জানান বামশক্তি এখানে জয়ী হলে কি আসানসোল কর্পোরেশনে বোর্ডটা কি পাল্টে যাবে? কিন্তু আসানসোলের বোটা তৃণমূলের নেতৃত্বে আর বিজেপির সাপোর্টে যাতে মানুষের ওপর বুলডোজার চালাতে না পারে তার জন্য সামনে যদি এই লাল ঝান্ডা থেকে জেতা শুভাশিস মণ্ডল দাঁড়িয়ে থাকে ও মানুষের অধিকারের জন্য লড়াই করে তাদের অধিকার পাইয়ে দেয় তার জন্যই এই নির্বাচনে তাকে জেতানো।
আজ কেন্দ্র ও রাজ্য মিলে একটার পর একটা রাস্তায় তো সব সমস্যাকে বন্ধ করে চলেছে কোন শিল্পকলারখানা খোলার উদ্যোগ নেই বেকার যুবরাজ দিকে দিকে কাজ হারাচ্ছে স্থায়ী কর্মসংস্থানের বিষয় নেই, আর তাদের বেকারত্বের সুযোগ নিয়ে টাকা লুট করে চলেছে তৃণমূল, তার দাবি এবারে নাকি সিবিআই এর লিস্টে মলয় ঘটক বিধান উপাধ্যায়ের নামও রয়েছে কিন্তু দুদিন পরই হয়তো দেখা যাবে তারা উল্টে দিয়েছে আর কোন কড়া পদক্ষেপ নিচ্ছে না অজ্ঞাত কোন কারনে। আর সেই সকল নাটককে দূরে ঠেলে মানুষের অধিকার পাইয়ে দিতে একমাত্র বামপন্থীরা পারে বলেই দাবি করলেন মীনাক্ষী মুখার্জি তার বক্তব্যে।
এদিনের এই প্রচার কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় বংশ গোপাল চৌধুরী, গৌরাঙ্গ চ্যাটার্জি, পার্থ মুখার্জী, তাপস কবি, মনোজ দত্ত প্রমুখকে।