RANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় জাতীয় সড়কে দূর্ঘটনা, গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আসানসোলের জামুড়িয়া থানার সাতগ্রাম ফটকের কাছে ২ নং জাতীয় সড়কে। পান্ডবেশ্বর থানার হরিপুরের বাসিন্দা মৃত যুবকের নাম আজাদ কুমার কাহার (৪২)। শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষুন ২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে তা উঠে।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হরিপুরের বাসিন্দা আজাদ কুমার কাহার মোটরসাইকেল করে রানিগঞ্জের দিকে যাচ্ছিলো। সেই সময় জামুড়িয়া থানার সাতগ্রাম ফটকের কাছে ২ নং জাতীয় সড়কে পরপর তিনটি গাড়ি তাকে ধাক্কা মারে। তাতে সে গুরুতর জখম হয়। এলাকার বাসিন্দারা দৌড়ে আসেন। আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে যুবকের বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।

Leave a Reply