জন্মাষ্টমী পূজার উদ্বোধন হল নান্দনিক প্রেক্ষাগৃহে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- জন্মাষ্টমী, হিন্দু ধর্মের কাছে, এটি একটি বিশেষ দিন। এদিন ভগবান কৃষ্ণকে বাল গোপাল রূপে পুজো করা হয়। আর তাই জন্মাষ্ঠমী পূজা উপলক্ষে শ্রীশ্রী ভক্তিবেদান্ত গীতা এ্যাকাডেমি রূপনারায়নপুর শাখার পক্ষ থেকে সালানপুর ব্লকের রূপনারায়নপুর নান্দনিক হলে তিন দিন ব্যাপী পূজা পাঠ এর আয়োজন করা হয় । আর তারই শুভ সূচনা হল আজ অর্থাৎ বৃহস্পতিবার ।
এদিনের এই শুভ অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন রুণারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায় ও সমাজসেবী ভোলা সিং তাছড়া সমস্ত ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন
হিন্দু ধর্মে এই দিনটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। রোহিনী নক্ষত্রে শ্রী কৃষ্ণের জন্ম হওয়ায় এই বিশেষ দিনটিতে তাঁর জন্মদিন হিসেবে প্রতিবছর পালিত হয় ।
তিনদিনের পূজাপাঠ ছাড়াও সাংস্কৃতিক নৃত্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়।