কেন্দ্রীয় সরকারের বিরোধীতায় বারাবনি ব্লক তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার একটি প্রতিবাদ মিছিল বার করা হয়। এই মিছিল থেকে মুলতঃ কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার ও কেন্দ্র সরকারের স্বৈরাচারী শাসকের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল বারাবনি রেলগেট থেকে শুরু হয়ে দোমহানি বাজার পর্যন্ত যায়।
এই মিছিলের নেতৃত্বে ছিলেন বারাবনি ব্লক সভাপতি অসিত সিং। তিনি বলেন, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক ভাবে পেরে উঠতে না পারায়, কেন্দ্রীয় সংস্থাকে পেছনে লাগিয়েছে। কিন্তু এইসব করে তাকে আটকানো যাবে না।
এছাড়াও এদিনের মিছিলে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি, বারাবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরি, দোমহানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু হাঁসদা, বিশ্বজিৎ সিং, সুকুমার সাঁধু সহ তৃণমূল কংগ্রেসেরর নেতা নেত্রীরা।