ASANSOL

অনুব্রত মন্ডলের যাওয়ার রাস্তায় গরু নিয়ে বিক্ষোভ কংগ্রেসের , পুলিশের বাধা, ধস্তাধস্তি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ মাগুর মাছের পর এবার গরু নিয়ে বিক্ষোভ দেখালো কংগ্রেস। বুধবার দুপুরে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হচ্ছিল বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তখন আসানসোল উত্তর থানার সেনরেল রোডে সৃষ্টিনগর মোড়ে দুটি গরু নিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। নেতৃত্বে ছিলেন প্রসেনজিৎ পুইতুন্ডি ও শাহ আলম।


কংগ্রেস যে এমন একটা বিক্ষোভ দেখাতে পারে, তার আগাম খবর কোন ভাবে পুলিশের কাছে ছিলো। পুলিশ ঐ রাস্তায় ব্যারিকেড করে দেওয়ার পাশাপাশি নজরদারি শুরু করে। কিন্তু তার মধ্যেও পুলিশের ব্যারিকেডের অদূরে কংগ্রেসের নেতা ও কর্মীরা বিক্ষোভ দেখানো শুরু করেন। পুলিশ গিয়ে তা বন্ধ করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই বিক্ষোভে অবশ্য অনুব্রত মন্ডলের যাওয়া নিয়ে কোন সমস্যা হয়নি।
কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, যে যেমন তার সঙ্গে তেমন করতে হয়। আমরা তাই করছি ও করবো।
এদিকে, এদিন আসানসোল আদালত চত্বরে অনুব্রত মন্ডলের আসার সময় বেশ কয়েকজন তৃনমুল কংগ্রেসের মহিলা কর্মীরা শাঁখ বাজান।

Leave a Reply