অভিজিৎ ঘটক আবারও INTTUC জেলা সভাপতি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় INTTUC-এর জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পশ্চিম বর্ধমান জেলার যুব নেতা অভিজিৎ ঘটককে আবার এই জেলার শ্রমিক সংগঠন INTTUC-এর সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজিৎ ঘটক আবারও এই দায়িত্ব পাওয়ায় তার সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।



এই ব্যাপারে রাজু আহলুওয়ালিয়া বলেন, অভিজিৎ ঘটক একজন জনপ্রিয় যুবনেতা যিনি সবসময় কর্মীদের পাশে থাকেন। আইনজীবী ও যুব নেতা প্রমোদ সিং, আসানসোল বাজার কমিটির পিন্টু গুপ্ত, মনোজ শর্মা ,হিন্দি সেলের জেলা সম্পাদক মুকেশ ঝা, সৈয়দ রশিদ, পিন্টু কর্মকার, টিএমসিপি-র অভিনব মুখার্জি, শিলাদিত্য রায়, আইএনটিটিইউসি-র তারকেশ্বর সিং, রাজু মাজি
এবং অন্যান্যরা বিপুল সংখ্যক মানুষ খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।


