ASANSOL

আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় কাউন্সিলর হিসাবে শপথ নিলেন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বুধবারই জামুড়িয়া পুর এলাকার ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে আসানসোল পুরনিগমের মুখোমুখি হলে তিনি কাউন্সিলার হিসাবে শপথ নিলেন। এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পুর কমিশনার রাহুল মজুমদার, পুর সচিব শুভজিৎ বসুব, মেয়র পারিষদ ও কাউন্সিলাররা।



অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, মেয়র পত্নী সুচিস্মিতা উপাধ্যায়। পরে পুরনিগমে পৌঁছান আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি মেয়রকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, আসানসোল একজন “শানদার ও জানদার” মেয়র পেয়েছে। এখন সামনে তাকান ও দেখুন কি হয়? আমার আশা, তার হাত ধরে আসানসোল সামনের দিকে এগিয়ে যাবে। মেয়রকে অভিনন্দন জানান তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু।


শপথের পরে মেয়র বলেন, আগে যেমন আসানসোল পুরনিগম গোটা আসানসোলের জন্য উন্নয়ন করেছে, আগামী দিনে তার কোন ব্যতিক্রম হবে না। সব ওয়ার্ডে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে।
এদিন মেয়রের কাউন্সিলর হিসাবে শপথ নেওয়ার অনুষ্ঠান ঘিরে তার অনুগামী তৃনমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। পটকা ফাটানো হয়।


প্রসঙ্গতঃ, গত ২৫ ফেব্রুয়ারি মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন। কিন্তু তখন তিনি আসানসোল পুরনিগমের নির্বাচিত কাউন্সিলর ছিলেন না। পুর আইন মতো, তাকে পরের ৬ মাসের মধ্যে কোন একটা ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলর হতে হবে। না হলে, তাকে মেয়র পদ ছাড়তে হবে। সেই ৬ মাসের মেয়াদ শেষ হচ্ছিলো ২৫ আগষ্ট বৃহস্পতিবার। এদিন তিনি শপথ গ্রহণ করলেন কাউন্সিলর হিসাবে। উল্লেখ্য, বিধান উপাধ্যায় যেহেতু কাউন্সিলর হবেন তাই ৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সঞ্জয় বন্দোপাধ্যায় গত জুলাই মাসে পদত্যাগ করেন। সেই ওয়ার্ডেই গত ২১ আগষ্ট উপনির্বাচন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *