ASANSOLKULTI-BARAKAR

কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নিয়ামতপুর বাজার যানজট মুক্ত করতে মাইকিং

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নিয়ামতপুর বাজার ও মোড় এলাকা যানজট মুক্ত করতে বৃহস্পতিবার নিয়ামতপুর মোড় ও রাধানগর রোডে মাইকিং করে প্রচার চালানো হয়।এদিন মাইকিং প্রচার করে বলা হয় যে অটো, টোটো, বাস, অযথা দাঁড়িয়ে জাম না করে একই সাথে যে সমস্ত দোকানদার তাঁদের দোকানের সামগ্রী রাস্তার উপর অর্থাৎ ফুটপাত এর উপর রাখছেন সেগুলো সরানোর আবেদন করা হয়।

একইসাথে এদিন মাইকিং করে বলা হয় যদি তাদের কথা কেউ অমান্য করে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ইমতুজাল হক সহ ট্রাফিক গার্ডের পুলিশ ।

Leave a Reply