ASANSOL-BURNPUR

৩৯ মাসের বকেয়া এরিয়ার ও পূজা বোনাসের জন্য এবিকে মেটাল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়ন দ্বারা বিক্ষোভ সভা

বেঙ্গল মিরর, আসানসোল : 30শে আগস্ট, 2022 বিকেলে সেইল – ইস্কো স্টিল প্ল্যান্টের বার্নপুরের স্কব গেট মোড়ে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত এবিকে মেটাল এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়ন দ্বারা ৩৯ মাসের বকেয়া এরিয়ার ও পূজা বোনাসের জন্য একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল। সংগঠনের সভাপতি শুভাশীষ বাসু বলেন, উৎসবের মরসুম ঘনিয়ে আসছে এবং প্রতি বছরই এই পুজো বোনাস নিয়ে ম্যানেজমেন্ট ও শ্রমিক সংগঠনের মধ্যে টানাটানি লেগেই থাকে। দিনরাত কাজ করা শ্রমিকরা কোম্পানিকে আর্থিক ভাবে লাভ প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।


ম্যানেজমেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব পূজা বোনাস এবং এনজিসিএস-এর মাধ্যমে হওয়া বেতনচুক্তি অনুযায়ী যে ৩৯ মাসের বকেয়া এরিয়ার শ্রমিকদের অবিলম্বে দেওয়া উচিত। বিক্ষোভ সভার শেষে ইস্কো স্টিল প্লান্ট ম্যানেজমেন্টের কাছে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হয় ।এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন এবিকে মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়ন – বার্নপুর শাখার সাধারণ সম্পাদক সৌরেন চট্টোপাধ্যায়, সঞ্জয় ব্যানার্জি, প্রতীক গুপ্ত, শুভঙ্কর দাশগুপ্ত, শিব কুমার রাম, মীর মুসাররফ্ আলী, কল‍্যাণ লায়েক, স্যামুয়েল জন, দীপেশ ব্যানার্জি, সুকান্ত চট্টোপাধ্যায়, রাজদীপ নাগ, সিদ্ধার্থ সমাদ্দার, শ্রাবণী রায়, মিঠুন মান্না প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *