ASANSOLBusiness

মহিলা চেম্বার “কনকধারা” – র কার্যনির্বাহী কমিটি গঠন

সংগঠন ভবিষ্যতে কীভাবে কাজ করবে তা নিয়েও আলোচনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত*:
বৃহস্পতিবার আসানসোলে
পুলিশ কমিশনারেটের পাশে ইভলিন লজ কমপ্লেক্সের ৪ নম্বর বাংলোতে সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসবিএফসিআই) এর তত্ত্বাবধানে জেলার প্রথম মহিলা চেম্বার “কনকধারা”-এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠনের পর এ সংগঠন ভবিষ্যতে কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়।



কনকধারা এর কার্যনির্বাহী কমিটি


*সভাপতি* : শ্রীমতি সুচিস্মিতা উপাধ্যায়, *কার্যকরী সভাপতি* : অঞ্জনা কৌর,
*সহ-সভাপতি* : পূজা উপাধ্যায়
*সেক্রেটারি জেনারেল* – নবনীতা ব্যানার্জি, *সেক্রেটারি ফাইন্যান্স (কোষাধ্যক্ষ)* ভাবনা প্যাটেল, *সেক্রেটারি (সদস্য ও উন্নয়ন)* – প্রিয়াঙ্কা পারেখ,
*সেক্রেটারি (MSME এবং মহিলাদের ক্ষমতায়ন* ) – সোনিয়া পচিসিয়া, *কার্যনির্বাহী কমিটির সদস্য* মনীষা আগরওয়াল, প্রিয়াঙ্কা চোপড়া গুপ্তা, সুজাতা মুখোপাধ্যায়, মাধুরী টোডি এবাং মধু ডুমরেওয়াল।

Leave a Reply