মৎস্য দপ্তরের উদ্যোগ, সাইকেল ও আইস বক্স দিলো পুরনিগম
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যেপাধ্যায়ঃ আসানসোল পুরনিগম এলাকার ১৫ জন মাছ বা মৎস্য ব্যবসায়ীকে সাইকেল ও আইস বা ইনসুলেটেড বক্স তুলে দেওয়া হলো। মুলতঃ রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে আসানসোল পুরনিগমের তরফে সাইকেল ও ইনসুলেটেড বাক্স ১৫ জন মাছ ব্যবসায়ীকে শুক্রবার দেওয়া হয়।
এই উপলক্ষে এদিন আসানসোল পুরনিগমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানেই মেয়র বিধান উপাধ্যায়, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,কাউন্সিলর শ্রাবণী মন্ডল ও অশোক রুদ্র সহ অন্যান্য ব্যবাসায়ীদের হাতে এই সামগ্রী তুলে দেন।
মেয়র ও পুর চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের সব দপ্তর সর্ব স্তরের মানুষের পাশে আছে। আসানসোল পুরনিগম সেই কাজ বাস্তবায়িত করছে।