RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে পুলিশ দিবস উদযাপন পথ সচেতনতা কর্মসূচি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) শুক্রবার রানীগঞ্জের দু’নম্বর ও ৬০ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী পাঞ্জাবি মোড় এলাকার ওভার ব্রিজের নিচে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ ট্রাফিক গার্ডের ওসি চিত্ততোষ মন্ডলের উদ্যোগে, পুলিশ দিবস উদযাপন উপলক্ষে এক পথ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।


যেখানে এদিন প্রায় ১০০ জন পথ চলতি মানুষজনকে হেলমেট প্রদান করার সাথেই, পথ সচেতনতার বার্তা দেন ট্রাফিক গার্ডের এসিপি প্রদীপ মন্ডল, তিনি পায়রা উড়িয়ে এক সচেতনতা রেলীর উদ্বোধন করেন। যেখানে এদিন উপস্থিত হন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি।

তারা এদিন স্কুল পড়ুয়াদের হাতে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার তুলে দিয়ে এই রালির উদ্বোধন করেন। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মানব ঘোষ, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি অরুন ভারতীয়া, হর্ষবর্ধন খৈতান প্রমুখকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *