আসানসোল পুরনিগমে শিক্ষক দিবসের অনুষ্ঠান, অবসরপ্রাপ্ত ৫১ জনকে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শিক্ষক দিবস উপলক্ষে সোমবার সকালে আসানসোল পুরনিগমের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরভবনের আশুতোষ হলে এদিন এই অনুষ্ঠান হয়। গত এক বছরে আসানসোল পুরনিগম এলাকায় যেসব শিক্ষক ও শিক্ষিকা তাদের চাকরি জীবন শেষ করে অবসর নিয়েছেন, তাদের এই দিনে সম্মান জানানো হয়। এবার ৫১ জন শিক্ষক ও শিক্ষিকাকে সম্বর্ধনা দেওয়া হয় আসানসোল পুরনিগমের তরফে। এই ৫১ জনের মধ্যে প্রাইমারি বিভাগের রয়েছেন ২০ জন। বাকি ৩১ জন সেকেন্ডারি বিভাগের বলে পুরনিগম সূত্রে জানা গেছে।













এদিনের অনুষ্ঠানের শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী মিশ্র, সুব্রত অধিকারী দিব্যেন্দু ভগৎ, পুর কমিশনার রাহুল মজুমদার, পুর সচিব শুভজিৎ বসু সহ অন্যান্যরা।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা





