BARABANI-SALANPUR-CHITTARANJAN

প্রয়াস ক্লাবের উদ্যোগে স্থানীয় সাফাইকর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী সহ মাস্ক ও সেনেটাইজার বিতরণ

বেঙ্গল মিরর কাজল মিত্র :- সালানপুর ব্লকের রূপনারায়ানপুর প্রয়াস ক্লাবের উদ্যোগে স্থানীয় সাফাইকর্মী দের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী সহ মাস্ক ও সেনেটাইজার।এদিন রূপনারায়ানপুর ফাড়ির সংলগ্ন প্রয়াস সংস্থা সমস্ত সদস্য বৃন্দ মিলিত ভাবে এই সাফাইকর্মী দের মধ্যে চিরে বিস্কুট ও শুকনো খাবার দেওয়া হয়।

ক্লাবের পক্ষ থেকে বিপলব চ্যাটার্জী জানান যে কোরনা মহামারীর সময় লকডাউন চলছে আর তাই বহু মানুষ এখন কর্ম হীন হয়ে পড়েছে সেই কথা মাথায় রেখে এলাকার সাফাইকর্মী দের হাতে এই শুকনো খাবার তুলে দেওয়া হয় ।এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ আরমান ও ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং , রূপনারায়ানপুর ফাড়ির এ এসআই গান্ধী ধর মাজি , ক্লাবের সম্পাদক বিপ্লব চ্যাটার্জি, সভাপতি রাম দাস মন্ডল দীনেশ চন্দ্র মাজি , স্নেহাসিস লাহা সহ অনেকে ।

Leave a Reply