BARABANI-SALANPUR-CHITTARANJAN

তৃণমূল কংগ্রেসের উদ্দোগে শুরু হতে চলেছে বিনামূল্যে কোচিং সেন্টার , শ্রীরামপুরে শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয় এর অনুপ্রেরণায় তথা যুব তৃণমূল কংগ্রেস নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লকের কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে বিনা মূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন করা হল।যার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা বারাবনির যুব তৃণমূল কংগ্রেস নেতা মুকুল উপাধ্যায়।তার সাথে এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং সালানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি, সমাজসেবী ফুচু বাউরি সহ আরো অনেকে।

তাছাড়াও এই দিন নতুন কোচিং সেন্টার থেকে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীকে বই খাতা কলম তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে মুকুল উপাধ্যায় বলেন,শিক্ষক দিবস উপলক্ষে প্রথম সালানপুরে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য বিনা মূল্যে এই কোচিং সেন্টার করা হলো।যা থেকে ছাত্র ছাত্রীরা শিক্ষা লাভ করতে পারবে।আগামী দিনে ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এইরকম উদ্যোগ নেওয়া হবে।

আজ সারা দেশ সহ রাজ্য জুড়ে পালিত হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মজয়ন্তী উৎসব আর এই দিনটি শিক্ষক দিবস হিসেবে গোটা দেশ পালন করে আসছে ।আর দিনটিতে সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে শিক্ষক দের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিশিষ্ট সমাজ সেবী তথা যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় সর্বপ্রথম তিনি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের চিত্রতে মাল্যদান করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ।

তাছাড়াও এই দিন উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের আইএনটিটিইউসি সভাপতি মনোজ তেওয়ারী ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জল সাহা,দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রঞ্জন দত্ত ,সদস্য সৌমিত্র মাহাতো
আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক এর সহযোগিতায় শিবিরে ২৬জন রক্তদাতা রক্ত দান করেন।

Leave a Reply