DURGAPUR

চাবিই হল কাল, খুন করে তথ্য ঢাকানোর চেষ্টা করেও পার পেল না, উঠে এল আসল রহস্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : ( Durgapur Latest News ) চাবিই হল কাল, খুন করে তথ্য ঢাকানোর চেষ্টা করেও পার পেল না পুলিশের তথ্যে উঠে এল আসল রহস্য। দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন কাইজার লেন এলাকায় কাবুলিওয়ালা হাসাম খান খুনের ঘটনায় গ্রেফতার রাঁধুনি জাহিরআলী শেখ। দরজার ‘খিল’ দিয়ে মাথায় আঘাত করে খুন। পরে দরজায় তালা দিয়ে বাঁকুড়ার হাটআশুড়িয়া এলাকায় চলে যায়। ওই বাড়ির ভেতর থেকে দেহ উদ্ধার পর আলমারির ভেতর থেকে ২টি চাবি উদ্ধার হলেও একটি চাবি ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান ছিল কাবুলিওয়ালার রাঁধুনি হাসিম খানের রাঁধুনি জাহির আলী শেখই খুন করে। সেই রাতেই বাঁকুড়ার হাটআশুড়িয়া এলাকা থেকে গ্রেফতার হয়। উদ্ধার হয় একটি ব্যাগ।

সেই ব্যাগের ভেতর থেকে নগদ টাকা ও চাবি উদ্ধার হয়। পুলিশি হেজাজতে পুলিশের জেরার মুখে পরে সমস্ত ঘটনা স্বীকার করে ধৃত রাঁধুনি। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে জানান সুদের ব্যাবসা ছিল হাসাম আলী খানের। হিসাব নিকাশের কাজ করতো কাবুলিওয়ালার রাঁধুনি জাহির আলী শেখও। সেই নিয়েই মনমালিন্য হয় শুক্রবার সাতসকালে। সেই রাগে দরজার খিল দিয়ে মাথায় আঘাত করে খুন করে। তারপর আলমারি থেকে নগর ৯৪হাজার ৪০০টাকা সোনা ও সিটিগোল্ডের চুড়ি, হিসাব নিকাশের খাতা সহ চাবি নিয়ে চম্পট দেয়। তদন্তের ভিত্তিতে উঠে এল আসল রহস্য।

Leave a Reply