ব্যারাকপুরের সিপি, বর্ধমানের ডিআইজি বদলি
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার রাজ্য পুলিশের তিন আইপিএস অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরকে সিভিল ডিফেন্সের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন বর্ধমানের ডিআইজি অলোক রাজৌরিয়া।
অন্যদিকে, সিভিল ডিফেন্সের ডিআইজি শ্যাম সিংকে বর্ধমানের ডিআইজি করা হয়েছে।




উল্লেখ্য, অতীতে সিপিএম-এর আইন বিরোধী আন্দোলনের সময় বর্ধমানে ব্যাপক হিংসা হয়। সারা শহরে তোলপাড় হয়। তৃণমূল অফিস থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। তার সঙ্গে এই বদলির বিষয়টি দেখা হচ্ছে।