রানীগঞ্জে গ্রামীণ ব্লক সভাপতিকে নিয়ে নানান মন্তব্য করে পোস্টার, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের গ্রামীণ এলাকার বল্লভপুর এগারা বাঁশড়া সহ বেশ কয়েকটি অংশেই শনিবার কে বা কারা মোড়ের মাথায় রাস্তা ঘাটে বেশ কয়েকটি অংশেই তৃণমূলের আসানসোল দক্ষিণের ব্লক সভাপতি দেবনারায়ণ দাস কে নিয়ে নানান মন্তব্য করে পোস্টার ছাটিয়ে চলে যায়। এই বিষয়কে লক্ষ্য করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় পুলিশ প্রশাসন ও স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করি বেশ কয়েকটি জায়গাতেই এই পোস্টটা এগুলি সরিয়ে দেয় তবে কয়েকটি জায়গাতে তারপরও বেশ কিছু পোস্টার লক্ষ্য করা গেছে।পোস্টার গুলিতে লেখা রয়েছে দুর্নীতিগ্রস্ত ব্লক সভাপতি দেবনারায়ণ দাস কে মানছি না মানবো না। আর নিচের দিকে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
এমনি বেশ কিছু পোস্টার নিয়ে বিরোধীরা মন্তব্য করতে ছাড়ে না বিরোধী দলের বিজেপির ব্লক সভাপতি পরিমল মাঝি জানিয়েছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দর বিষয় তার দাবি তৃণমূলের নীতি আদর্শ বলে কিছু নেই এমনই নানান মন্তব্য করেন তিনি।
সেখানেই সিটু নেতা হেমন্ত প্রভাকর এই পোস্টারগুলিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি দিন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ঠিক কি বলেছেন শুনে নেব।
যদিও যাকে নিয়ে এই পোস্টটার বিতর্ক সেই দেবনারায়ণ বাবু অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
যদিও তৃণমূলের ব্লক সহ-সভাপতি সঞ্জিত মুখার্জী জানিয়েছেন নির্বাচনের সময়কালে অনেকেই এরূপ মন্তব্য করে থাকে যারা এ ধরনের মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে দল উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি তার এও দাবি এটি বিরোধী দলের কাজও হতে পারে।