KULTI-BARAKAR

টিএমটি বার সহ লরি উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়সড় সাফল‍্য পেল চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র, কুলটি : কারখানা থেকে লোডিং এর পর লরি সহ টিএমটি বার উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়সড় সাফল‍্য পেল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটে গত ৩০ মে । কুলটি স্থিত কল‍্যাণেশ্বরী ক‍্যাপ্টেন স্টিল ইণ্ডিয়া লিমিটেড কারখানা থেকে একটি লরিতে প্রায় ২৫ টন টিএমটি বার লোড করা হয়। যার আনুমানিক বাজার মূল‍্য ১৭ লাখ ৩০ হাজার টাকা। এর পর থেকেই ওই লরিটি মাল বোঝাই অবস্থায় গন্তব‍্যে না পৌঁছে উধাও হয়ে যায়। অবস্থা বেগতিক বুঝে কারখানা কর্তৃপক্ষ কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়িতে অভিযোগ জানায়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ও গত শনিবার ওই মালের হদিস পায় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও স্থানীয় দিলীপ জানা নামে এক ব‍্যক্তির ঠিকানা থেকে প্রায় সম্পূর্ণ টিএমটি বার উদ্ধার করে বলে খবর । যদিও ওই লরিটি ও চালকের হদিস পাওয়া যায়নি বলে খবর । পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে দিলীপ জানা নামের ব‍্যক্তিকে গ্রেফতার করে অন‍্য একটি লরিতে করে মাল সহ চৌরঙ্গী ফাঁড়িতে নিয়ে আসে।সোমবার তাকে আসানসোল কোর্টে তোলা হয় । পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে।অভিযুক্ত কে তদন্তের স্বার্থে পুলিশী হেফাজতে নেওয়া হবে বলে খবর!

Leave a Reply