রানীগঞ্জে সোনা কিনতে এসে, পঞ্চাশ হাজার টাকা চুরি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের সোনার দোকানের সোনা খরিদ করতে এসে নগদ পঞ্চাশ হাজার টাকা খোয়ালেন ১ মহিলা। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে আসানসোল থেকে রানীগঞ্জ আসার বাসের মধ্যে। মহিলার দাবি এদিন তিনি পরিবারের অন্য সকল সদস্যদের সঙ্গে নিয়ে নগদ ৫০ হাজার টাকা ব্যাগে ভর্তি করে, বিয়ের সোনার গয়না গড়াতে দেওয়ার জন্য ওই টাকা নিয়ে বরাকর থেকে রানীগঞ্জের অভিমুখে আসছিলেন, সে সময় বাসের মধ্যেই কে বা কারা তার টাকাটি হাতিয়ে নেয় বলেই অভিযোগ।




রবিবার দুপুরে এ বিষয়ে রানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, বরাকরের প্রিয়ঙ্কা দাস নামের ওই মহিলা। পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে।