রানীগঞ্জ থানার পুলিশ পুজো পরিচালনার জন্য বৈঠক করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: শনিবার রাত্রে রানীগঞ্জের সীতারামজি ভবনের শরাফ সভাগৃহে দুর্গাপুজো কমিটিকে সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করল রানীগঞ্জ থানার পুলিশ। যেখানেই এদিন সমস্ত পুজো কমিটিকে দ্রুত রেজিস্ট্রেশন করানোর সাথেই। কোন কোন নিয়ম নীতি মেনে পুজো কমিটি গুলি তাদের পুজো পরিচালনা করবেন, সেগুলিকে অক্ষরে অক্ষরে জানিয়ে দেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।




একইভাবে অগ্নিনির্বাপনের বিষয়, চাঁদা সংগ্রহের বিষয় ও যাননিয়ন্ত্রণের বিষয় নিয়েও আলোকপাত করা হয়। এদিনের এই সভাতে ই ১৫ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে যে কার্নিভেলের আয়োজন করা হয়েছে, তা নিয়েও আলোকপাত করেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত। এদিনের এই সভাতে বিশেষ ভাবে উপস্থিত থাকতে দেখা যায় এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, ট্রাফিক ওসি চিত্ততোষ মন্ডল সহ বিভিন্ন পুলিশ ফাঁড়ির আইসি ও পুলিশ আধিকারিকদের সাথেই, দমকল বিভাগের আধিকারিকদের।
- Asansol : वक्फ संशोधन कानून के खिलाफ प्रदर्शन, मुस्लिम संपत्तियों को हड़पने की साज़िश : कासमी
- জঙ্গি হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল
- Asansol : श्री श्याम मंदिर में तीन संगठनों द्वारा रक्तदान शिविर
- আসানসোলে সংখ্যালঘু সংগঠনের প্রতিবাদ সভা, ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতা, রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
- দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা প্রসূতি মৃত্যুতে, ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ