শিল্পাঞ্চলে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: কলকাতার নবান্ন অভিযানকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় পুলিশ আর বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও ঝামেলার ঘটনা হয়েছে। রানীগঞ্জে ধুন্ধুমার কান্ড লক্ষ্য করা গেল রানীগঞ্জ স্টেশন চত্তর এলাকায়। মঙ্গলবার সকালেই কোল্ডফিল্ড এক্সপ্রেস ধরতে এসে অনেক বিজেপি কর্মী সমর্থক তাড়া খেলো পুলিশের।
এদিন সকাল থেকে পুলিশের বিশাল বাহিনী, রানীগঞ্জ স্টেশন চত্বর ঘিরে ফেলে। চারপাশে বিভিন্ন এলাকার মানুষজনেদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোথায় যাচ্ছেন। কি করতে যাচ্ছেন। কি উদ্দেশ্যে যাচ্ছেন। আর এরই মাঝেই বিজেপির একটি মিছিল চলে এলে সেই মিছিলকে সরিয়ে দেন রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক এই ঘটনায় গ্রেফতার হয়। এদিন নবান্ন অভিযানে যাওয়া বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে রাণীগঞ্জ থানা ও বিভিন্ন ফাঁড়ির আইসি ওসি সঙ্গে এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জিকে লক্ষ্য করা যায়।
মুহূর্তের এই মিছিলকে হঠাৎই ছত্রভঙ্গ করে দেওয়ায় বিজেপি কর্মী সমর্থকদের মনোবল অনেকটাই ভেঙে যায়। নেতৃত্বের দাবি অন্যায় ভাবে তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বরাকর স্টেশনেও দেখা গেলে একি দৃশ্য।