ASANSOL

প্রেসিডেন্সি জেল থেকে বিকাশ মিশ্রর হাজিরা আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হলো বিকাশ মিশ্রকে । তাকে এদিন কয়লা পাচার মামলায় আদালতে পেশ করা হয়েছিলো। তার আইনজীবী সোমনাথ চট্টরাজ এদিন বিকাশ মিশ্রর জামিনের কোন আবেদন করেননি। তাই স্বাভাবিকভাবেই এদিন এজলাসে সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার উপস্থিত থাকলেও তিনি কোন সওয়াল করেননি। কয়েক মিনিটের মধ্যেই বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৭ সেপ্টেম্বর আবার বিকাশ মিশ্রকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। এর আগে, আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু অসুস্থ থাকায় সে হাজিরা দেয়নি।

file photo


প্রসঙ্গতঃ, গত কয়েক মাস ধরে বিকাশ মিশ্র কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিলো। তার আগে অবশ্য তাকে আসানসোল জেলে রাখা হয়েছিলো। সেখানে বিকাশ মিশ্র অসুস্থ হয়ে পড়ায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএমে। সেখান থেকে তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়।


এদিন বিকাশ মিশ্রর আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, এদিন
কোন জামিনের আবেদন করা হয়নি। তার কারণ হলো, আমরা হাইকোর্টে তার জামিনের আবেদন করেছি। সেই আবেদনের শুনানি হবে। তাই এদিন এখানে আবেদন করা হয়নি। বিচারক রাজেশ চক্রবর্তী তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৭ সেপ্টেম্বর তাকে আবার আদালতে তোলা হবে।


প্রসঙ্গতঃ, গরু পাচার মামলা ( আরসি ১৯) ও কয়লা পাচার মামলায় ( আরসি ২০) সিবিআই বিকাশ মিশ্রকে হেফাজতে নিয়ে জেরাও করেছে।
সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে, এই বিকাশ মিশ্রর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে এক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। তার প্রমান রয়েছে। একইসঙ্গে তাকে হেফাজতে নিয়ে জেরা করে অনেক প্রভাবশালী লোকের নাম পাওয়া গেছে।
গরু ও কয়লা পাচার মামলার সাথে যুক্ত বিনয় মিশ্র দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে আছেন। তাকে দেশের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বিদেশে কোথাও রয়েছে বলে সিবিআই আদালতে ইতিমধ্যেই জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *