BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ডিজিটাল টিম এর তরফে সম্বর্ধনা জ্ঞাপন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি ব্লকের বারাবনি ডিজিটাল টিম এর তরফে পানুড়িয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বারাবনি ডিজিটাল টিম সহ অন্যান্য তৃণমূলের কর্মী-সমর্থকেরা আজ পুনরায় নির্বাচিত ব্লক সভাপতি অসিত সিংহ ও সহসভাপতি কেশব রাউত ও নবনির্বাচিত যুব সভাপতি তথা পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান রাজেশ হাসদা কে সম্বর্ধনা দেওয়া হয়।


এদিন পুষ্পস্তবক ও তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। তাছড়া কেক কেটে এই সুন্দর মহূর্ত পালন করা হয় ।এই এই অনুষ্ঠানে যোগ দিতে এসে পুনরায় চতুর্থ বারের নবনির্বাচিত বারাবনি ব্লকের সভাপতি অসিত সিংহ মহাশয় জানান এই সম্বর্ধনা পেয়ে আজ খুব ভালো লাগছে কিন্তু আমাদের এও মনে রাখতে হবে যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বারাবনির সকলের অভিভাবক বিধান উপাধ্যায় মহাশয় এর আশীর্বাদ পেয়ে পুনরায় এই ব্লকের সভাপতিফ দায়িত্ব আমাকে দিয়েছে তাই খুবই কঠোর ভাবে পালন করতে হবে তাছড়া সামনের পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে পঞ্চায়েত তুলে দিতে পারি সেই চেষ্টা আমাদের মানুষের ভালবাসার
মধ্যে দিয়ে করতে হবে ।

তাছড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব প্রাপ্ত রাজেশ হাসদা বলেন
২০২৩ সালের পঞ্চায়েতের নির্বাচনের অগ্রভাগে অংশ নেবে এই যুব তৃণমূল কংগ্রেস তাই এই গুরুদায়িত্ব পালন করার আপ্রান চেষ্টা আমি করবো।তাছড়া এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য যেসকল তৃণমূলের পদে দায়িত্ব দিয়েছেন সকলকেই সংবর্ধনা দেওয়া হয় ।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য দের সাথে পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ ,আসিস মন্ডল সহ বারাবনি ডিজিটাল টিম এর তরফে সকল কর্মীরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply