“কনকধারা”- র প্রদর্শনী ও শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রবিবার
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:
SBFCI দ্বারা গঠিত নারী ক্ষমতায়ন শাখা “কনকধারা”- র প্রতিষ্ঠা দিবস ১৮ ই সেপ্টেম্বর পালিত হবে।এই উপলক্ষে কনকধারার নারী উদ্যোক্তারা ২০টিরও বেশি স্টল লাগাবেন।
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী মলয় ঘটক, অমরনাথ চ্যাটার্জি, রানীগঞ্জ বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান কবি দত্ত, অভিজিৎ ঘটক প্রমুখ।
পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও এতে যুক্ত থাকবেন। এই উপলক্ষে, সেল-এর ইডি এমএম রাজীব কুমারের নেতৃত্বে, মহিলা উদ্যোক্তাদের দ্বারা তৈরি পণ্যগুলির নিবন্ধনের পাশাপাশি “ভোকাল ফর লোকাল”-এর অধীনে জেলার ছোট ছোট ইউনিটগুলির স্বীকৃতির উপর জোর দেওয়া হবে। একই ১৮ তারিখ বিকেলে কনকধারার সকল সদস্যকে সংসাপত্র ইত্যাদি প্রদান করা হবে। এরপর মেয়র পত্নী সুচিস্মিতা উপাধ্যায়কে সভাপতি পদের শপথের পাশাপাশি কার্যনির্বাহী সদস্যদেরও শপথগ্রহণ অনুষ্ঠান হবে।