ASANSOL

তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটি আসানসোল ব্লকের পক্ষ থেকে “শিক্ষক দিবস উদযাপন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটি, আসানসোল ব্লক বিএনআর মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে “শিক্ষক দিবস উদযাপন” আয়োজন করে। এই অনুষ্ঠানে আসানসোল ব্লকের বিভিন্ন স্কুলের ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীকেও সম্মানিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখার্জী এবং পশ্চিমবঙ্গ সরকারের “শিক্ষারত্ন” পুরস্কার প্রাপ্ত রাণীগঞ্জ হাইস্কুলের শিক্ষক ডাঃ দেবাশীষ মন্ডল। এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন আর্যকন্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্মিলা ঠাকুর, মনিমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় চৌধুরী, ডিএভি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপেন্দ্র কুমার সিং, জয়দেব বিশ্বাস, গান্ধীপ্রসাদ নোনিয়া, মুকেশ ঝা এবং মোহাম্মদ সালমান প্রমুখ।

এই উপলক্ষে গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, সমাজে শিক্ষকদের স্থান সর্বোচ্চ, তাদের অনেক সম্মান রয়েছে।কিন্তু ভুল নীতির কারণে আজকালকার ছেলেমেয়েরা শিক্ষকদেরকে ততটা সম্মান দেয় না যতটা সম্মান দেওয়া হতো আমাদের সময়ে। এখনো যখনই আমার গুরুকে দেখি, পায়ে প্রণাম করে আশীর্বাদ নিই। এই সমস্ত প্রথা বর্তমান সময়ে শেষ হওয়ার পথে। ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন উদাস চক্রবর্তী।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে মহাদেব সোরেন, অনুজ কুমার সিং, হীরালাল সিং মুন্ডা, শিখা কর্মকার, সুনীতি মন্ডল, সুকান্ত চৌধুরী, বিমলেন্দু পাল প্রমুখকে উত্তরীয়, ফুলের তোড়া, কার্ড ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মানিত করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। সংগঠনের জেলা সভাপতি রাজীব মুখার্জি এই সফল অনুষ্ঠানের জন্য ব্লকের সক্রিয় সদস্যদের ধন্যবাদ জানান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *