ASANSOLRANIGANJ-JAMURIA

এবার ফলের কন্টেইনারে অবৈধ কয়লা ধরা পড়ল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দুধের কন্টেইনারের পর এবার ফলের কন্টেইনারে অবৈধ কয়লা পাচারের সময় পুলিশের বিশেষ নজরদারিতে ধরা পড়ল কয়লা বোঝায় কন্টেনার। গত কয়েকদিন আগেই দুধের কন্টেইনারের আড়ালে কয়লা পাচার করার ঘটনা প্রকাশ্যে আসার পরই এবার ফলের কন্টেইনারে কয়লা পাচার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জামুড়িয়ায় । এবার আর দুধ নয় খাদ্য সরবরাহকারী কন্টেনারে অবৈধ কয়লা হল উদ্ধার।নাকা চেকিংয়ের সময় জামুড়িয়া থানার পুলিশ কন্টেনার টিকে কে আটক করে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রশাসনিক সূত্রে জানা যায় গতকাল রাত্রে জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তায় বিজপুর সংলগ্ন এলাকায় নাকা চেকিং হচ্ছিল ।সেই নাকা চেকিংয়ের সময় একটা খাদ্য সামগ্রি বহনের গাড়ি দাঁড় তল্লাশি করতে যায় পুলিশ, এরপর খাদ্য সামগ্রী গাড়ির পেছনের গেট খুলতেই হতবাক হয়ে পড়েন সকলে। নাকা চেকিং করা পুলিশ আধিকারিকরা গেট খুলতে দেখা যায় খাদ্য সামগ্রী গাড়িতে বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা ।


এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে ধৃতরা হল কলকাতার বাসিন্দা সুরোজ কুমার দাস ও অন্যজন তারক মন্ডল জামুড়িয়ার বোগড়ার বাসিন্দা । দুজনকে গাড়ির সঙ্গে অ্যারেস্ট করে জামুড়িয়া থানা পুলিশ । আজ তাদেরকে আসানসোল আদালতে পাঠানো হয় !
জানা গেছে খাদ্য সরবরাহকারী ওই গাড়িটি হুগলির তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *