ASANSOL

আসানসোলে ক্যালাইডোস্কপ ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগ তিনদিনের ছবি প্রতিযোগিতা ও প্রদর্শনী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ক্যালাইডোস্কপ ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে শুরু হলো তিনদিনের ছবি প্রতিযোগিতা ও প্রদর্শনী। এই প্রতিযোগিতা ও প্রদর্শনী চতুর্থ বছরের।
এদিন দুপুরে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। ছিলেন উদ্যোক্তাদের তরফে চন্দ্রানী চট্টোপাধ্যায়, পুলক দাস, সুুমিত গাঙ্গুলি সহ অন্যান্যরা।


এই প্রসঙ্গে চন্দ্রানী চট্টোপাধ্যায় বলেন, এবারের প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রায় ২৫০ এর মতো ছবি রয়েছে। শিল্পীর সংখ্যা সবমিলিয়ে ১২৫ এর মতো। রাজ্য, দেশের পাশাপাশি বিদেশের ফটোগ্রাফারদের ছবিও আছে। মোট ৭ টি বিভাগে ছবির প্রতিযোগিতা হচ্ছে। শনিবার সন্ধ্যায় সফল প্রতিযোগিদের সেরা ছবি বাছাই করবেন বিচারকরা। রবিবার পুরষ্কার বিতরণ করা হবে প্রদর্শনী ও প্রতিযোগিতার শেষ দিনে।

Leave a Reply