দোমহানি কে হারিয়ে বার্নপুর হায়াত চ্যাম্পিয়ন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনী বিধানসভা কেন্দ্র পাচগাছিয়ায় মনোহরবহাল যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল।এদিনের ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ও বিশিষ্ট সমাজসেবী সুচিস্মিতা উপাধ্যায় ।
এদিন মনোহরবহাল যুব সংঘের উদ্যোগে স্বর্গীয় মানিক উপাধ্যায় এবং স্বর্গীয় পাম্পু উপাধ্যায় মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা করা হয়েছে।এদিন এর এই ফাইনাল খেলায় বার্নপুর হায়াত বনাম দোমহানির মধ্যে
হয়েছে। যেখানে দোমহানি কে হারিয়ে বার্নপুর হায়াত জয়লাভ করেছে।




প্রধান অতিথিরা জয়ী দলের হাতে 30 হাজার টাকার চেক সহ মুমেন্ট পুরস্কার তুলে দেন এবং পরাজিত দলকে 25 হাজার টাকার চেক সহ মোমেন্ট তুলেদেন ।
একই সাথে প্রধান অতিথি ছাড়াও এই খেলাতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি মালা বাউড়ি সহ-সভাপতি সুকুমার সাধু পাঁচগছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জি ,নুনি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সঞ্জয় দাস, বারাবনি উপপ্রধান জিতেন্দ্র সিং কাউন্সিলর সঞ্জয় নোনিয়া বারাবনি ব্লক সহ-সভাপতি প্রদীপ মিশ্রা শ্রমিক নেতা শংকর ঠাকুর মহিলা ব্লক সভাপতি ভভাণী কেশ সহ প্রমুখেরা ।