ASANSOLKULTI-BARAKAR

লছিপুরে বেআইনিভাবে বাড়ি নির্মাণের অভিযোগ, পরিদর্শনে পৌরনিগম কতৃপক্ষ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :গত কয়েক মাস আগে পরপর তিনটি বেআইনিভাবে বাড়ি নির্মাণের কাজের অভিযোগ পেয়ে কুলটি থানার লছিপুরের নিষিদ্ধ পল্লীতে পৌঁছায় আসানসোল পৌর নিগমের কুলটি বোরোর আধিকারিকরা।পৌরনিগমের দেওয়া নোটিশ অনুসারে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশিকা জারি করা সত্বেও সেইসব বাড়িগুলি তৈরি হচ্ছিল।

সোমবারে আবার এক অভিযোগ বেআইনিভাবে বাড়ি নির্মাণের কাজ হচ্ছে সেই অভিযোগ পেয়ে লছিপুরের নিষিদ্ধ পল্লীতে গিয়ে বেআইনিভাবে নির্মাণ বাড়ির কাজ পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের কুলটি বরোর আধিকারিক।তবে দেখার যে এবার এই বেআইনি কাজ কি বন্ধ থাকবে না আবার সম্পূর্ণ বাড়ি তৈরি হয়ে যাবে।

Leave a Reply