DYFI পক্ষ থেকে প্রয়াত গুরুপদ রায় এবং জিতেন রায় মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা শুরু
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : সোমবার আসানসোলের রামসায়ের গ্রাউন্ডে ডিওয়াইএফআই আসানসোল গ্রাম শাখার পক্ষ থেকে প্রয়াত গুরুপদ রায় এবং প্রয়াত জিতেন রায় মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। সাত দিনের এই প্রতিযোগিতায় মোট ৮ টি টিম অংশ নিচ্ছে, এর ফাইনাল ম্যাচ খেলা হবে আগামী ২৯ শে সেপ্টেম্বর।
ফাইনাল ম্যাচের দিন উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময় ডিওয়াইএফআই-এর পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ওই সময় ডিওয়াইএফআই জেলা সম্পাদক ভিক্টর আচার্য, স্থানীয় সম্পাদক চন্দ্রনাথ রায়, অতনু মুখার্জী, কাউন্সিলর আমনা খাতুন, সান্তনা রায়, মনোজ দাস এবং ডিওয়াইএফআই এর সকল সদস্য ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন।