ASANSOLBengali NewsPolitics

কয়েক মাস পরে আসানসোলে বাবুল সুপ্রিয়

স্বাগত জানালেন নেতা কর্মী-সমর্থকরা

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : করোনা আবহে দুর্গাপুজোর ঠিক আগেই সোমবার সকালে আসানসোল স্টেশনে নামলেন আসানসোলের এমপি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।


02302 নিউ দিল্লি হাওড়া এসি স্পেশাল ট্রেনে সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লি থেকে আসেন তিনি।
আসানসোল স্টেশন এর 5 নম্বর প্লাটফর্মে মন্ত্রীকে স্বাগত জানান পশ্চিম বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিৎ রায়, সংসদ প্রতিনিধি সুধা দেবী, প্রশান্ত চক্রবর্তী, ঘনশ্যাম রাম প্রমুখ নেতারা ।

করোনা পরিস্থিতির প্রধানমন্ত্রীর আগমনে আসানসোল স্টেশন চত্বরে ঢাক-ঢোল লিয়ে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক স্টেশন চত্বরে উপস্থিত হন। স্টেশনের বাইরে অপেক্ষারত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, রাজ্য যুব মোর্চা সাধারণ সম্পাদক বাপ্পা চ্যাটার্জী, কেশব পোদ্দার প্রমুখ। তারা মন্ত্রীকে ফুলের মালা এবং তোড়া দিয়ে স্বাগত জানান।


স্টেশন থেকে বেরিয়েই আসানসোলের একটি হোটেলে বিশ্রাম নেন তিনি।
কঅপেক্ষা করছিলেন অপূর্ব হাজরা, সঞ্জীব শাস্ত্রী, সাংসদ প্রতিনিধি অভিজিৎ রায় এবং অন্যান্য নেতাকর্মী ও সর্মথকরা।
এদিন করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলের আগমনে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সূত্র অনুযায়ী খবর এদিন বিকেলে মন্ত্রীর উপস্থিতিতে আসানসোল অঞ্চলে মন্ত্রী বাবুলের বেশকিছু কর্মসূচি রয়েছে।

Leave a Reply