Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOL

আসানসোল বেতন না দেওয়ায় বেসরকারি ব্যাঙ্কের এটিএমের নিরাপত্তা রক্ষীদের বিক্ষোভ

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: বৃহস্পতিবার ওরিয়ন সিকিউরিটি কোম্পানির নিরাপত্তা রক্ষীরা বেতন না দেওয়া এবং পিএফ জমা না করার প্রতিবাদে স্থানীয় ভগত সিং মোড়ে অবস্থিত অ্যাক্সিস ব্যাঙ্কের সামনে তীব্র বিক্ষোভ দেখান। তারা জানান, দুই মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হলে বলা হয়, ব্যাংক থেকে পেমেন্ট আসেনি এবং ব্যাংক থেকে চাওয়া হলে কোম্পানিকে মেল ​​করতে বলা হচ্ছে। কর্পোরেট অফিস থেকে অনুমোদন আসবে তারপরই কিছু বলা যাবে। সিকিউরিটি গার্ডদের বেতন দেওয়া ব্যাংকের দায়িত্ব নয়, বিষয়টি আসে সিকিউরিটি কোম্পানির এক্তিয়ারে।

অন্যদিকে কোম্পানির আধিকারিক অশোক চ্যাটার্জী বলেন, কোম্পানির বাধ্য হয়েই তাদের বেতন দেওয়া হয়নি। তবে দুর্গাপূজার আগেই তাদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে। পিএফের জন্য, এটি সাধারণ প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে। পুরানো কর্মচারীদের পিএফ এখনও দেওয়া হয়নি, যেখানে নতুন কর্মচারীদের পিএফ যোগদান করার সময় করা হচ্ছে। বৃহস্পতিবার বিক্ষোভের সময় আইএনটিটিইউসি নেতা অর্ণব লাহিড়ি সহ প্রায় ডজনখানেক নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *