ASANSOLRANIGANJ-JAMURIA

ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : পুজোর আগেই বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে ডাকাতির উদ্দেশ্যে জামুড়িয়ার সিনেমা হল মোড়ের কাছে এক বাড়িতে চড়াও হওয়ার আগে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে পাকড়াও করে। এদিন জামুরিয়া থানার ওসি রাহুল দেব মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাত্রি ১২ঃ১৫ নাগাদ বেশ কিছু দুষ্কৃতি জড়ো হয়ে ডাকাতির চক্রান্ত করছে এই খবর পেয়ে অতর্কিতে ওই ডাকাত দলকে চ্যালেঞ্জ করে ধাওয়া করতেই দুষ্কৃতি দল এলাকা ছেড়ে চম্পট দিতে গেলে পুলিশের চারটি দল তাদের ঘিরে ফেললেও বেশ কয়েকজন দুষ্কৃতি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে পালায়,তবে তিনজন দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে

। ধৃতদের কাছে একটি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। জানা গেছে ধৃতদের মধ্যে একজন বছর ত্রিশের জামুড়িয়ার শিবডাঙ্গার বাসিন্দা তুফান রায়, অপরজন হিরাপুর থানার নিউ টাউন এলাকার বাসিন্দা উমেশ বেদ, ও অন্যজন রানীগঞ্জের জে কে নগরের বাসিন্দা মহেন্দ্র পাসিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শুক্রবার ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে ও আগ্নেয়াস্ত্র আইনের মামলায় গ্রেফতার করে, তাদের আসানসোল জেলা আদালতে তোলা। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

Leave a Reply