মাছের গাড়ি হাইজ্যাক, কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া : এবার মাছের গাড়ি হাইজ্যাক হওয়ার পর পুলিশে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে মাছের গাড়ি উদ্ধার করল জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। গত পরশু দিন সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের থেকে রুই ও কাতলা মাছ বোঝাই করে একটি পিকআপ ভ্যান পাটনায় যাচ্ছিল। সে সময় ওই মাছ বোঝায় গাড়িটিকে হাইজ্যাক করে নেয় দুই যুবক। পরে মাছগুলি খালি করে ডুবোডি চেকপোষ্টের ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন এক এলাকায়। এরপর ওই মাছগুলি সঙ্গে থাকা মৎস্য চাষীদের সেখান থেকে ছেড়ে দিলেও পিকআপ ভ্যানটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল।
পরে শনিবার দুপুরে এই হাইজ্যাক হওয়ার খবর জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ আকারে ওই মৎস্য চাষিরা জানালে, পুলিশ তড়িঘড়ি এই ঘটনার তদন্ত শুরু করে। গতকাল সন্ধ্যায় শ্রীপুর ফাঁড়ির আইসি শেখ রিয়াজউদ্দিন ও পুলিশের বিশেষ দল গাড়িটি ঝাড়খন্ড সীমান্তর চিরকুন্ডা এলাকা থেকে উদ্ধার করে। পাশাপাশি এই হাই জাকিং এর ঘটনায় যুক্ত বিপুল কুমার সিং কে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। জানা গেছে ওই যুবকের সাথে আরো এক ব্যক্তি এই হাইজ্যাকিং এর ঘটনায় যুক্ত রয়েছে।