ASANSOL

ইসিএলের জেনারেল ম্যানেজারের আবাসনে ডাকাতি আসানসোল জেলা আদালতে দোষী সাব্যস্ত ৫

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ সাত বছর আগে ইসিএলের সোদপুর এরিয়ার তৎকালীন জেনারেল ম্যানেজার মুকুল চাঁদ শ্রীবাস্তবের বাড়িতে ডাকাতি হয়েছিলো। সেই ডাকাতির ঘটনায় ধৃত পাঁচ জনকে বুধবার দোষী সাব্যস্ত করলো আসানসোলের জেলা আদালত।
জেলা আদালতের প্রধান সরকারি আইনজীবী বা পিপি স্বরাজ ওরফে বাচ্চু চট্টোপাধ্যায় বুধবার বলেন, ২০১৫ সালের ২৭ জুলাই নিজের আবাসনের ভেতরে বসে টিভি দেখছিলেন মুকুল চন্দ্র শ্রীবাস্তব। তার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎই পাঁচিল টপকে চার দুষ্কৃতি অস্ত্র হাতে প্রথমে সেই আবাসনের ভেতরে ঢোকে। তারা তাদেরকে বেঁধে মারধর করে। হুমকি দিয়ে চাবি নিয়ে ঘরের সমস্ত গয়না, টাকা এমনকি শ্রীবাস্তব বাবুর পরিচিতি পত্র সহ অন্য সব কিছু লুঠ করে নিয়ে ও পালায়।

পরে ঘটনার কথা জানাজানি হয়। কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। একে একে পুলিশ ঐ চারজন দূষ্কৃতির পাশাপাশি জেনারেল ম্যানেজারের গাড়ি চালককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া গয়না সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ । স্বরাজবাবু বলেন, এই মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর বুধবার বিচারক পাঁচজনকেই দোষী সাব্যস্ত করেছন। বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *