RANIGANJ-JAMURIA

শিশুবাগান সার্বজনীন দুর্গা পূজা কমিটির থিম জননী জাগরণে জমিনীর হাত ধরে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজো কমিটির পূজো মণ্ডপ গড়ে উঠছে রংবেরঙের সব নকশা ও বিভিন্ন দেবদেবীর মূর্তিকে মন্ডপের চারিপাশে সাজিয়ে তুলে। এবারের শিশুবাগান সার্বজনীন দুর্গা পূজা কমিটির থিম জননী জাগরণে জমিনীর হাত ধরে। মূলত তারা বাঁকুড়ার বেলিয়াতোড় এর বিশিষ্ট প্রয়াত চিত্রশিল্পী যামিনী রায়ের বিভিন্ন চিত্রশিল্পকে এবারের পূজো মন্ডপে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন রাত জেগে দিন জেগে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ।

মাঝেমধ্যেই বৃষ্টিতে ভেস্তে দিচ্ছে সব কাজ। কিন্তু সে সকলের বড় আনা করে বাঁকুড়ার অঞ্চলের বেশ কিছু জন শিল্পী নাগাড়ে সমস্ত প্রতিবন্ধকর্তাকে দূরে ঠেলে সাজিয়ে তুলেছেন রংবেরঙের সব ছবির মাধ্যমে এবারের পূজো প্যান্ডেল। এবার শিশুবাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো আঠারো বছরের পরল আর এবার তাদের পুজো মন্ডপের সাথেই মুখ্য আকর্ষণের কেন্দ্র বিন্দুতে রয়েছে চন্দননগরের আলোকসজ্জা যা সকলের নজর কাটবে বলেই দাবি উদ্যোক্তাদের। এদিন পুজোর আগেই পূজোর প্রস্তুতিতে জোর তৎপর উদ্যোক্তারা বৃহস্পতিবার আমাদের ক্যামেরায় এমনই ছবি ধরা পড়ল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *