RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের পন্ডিত পুকুরে মহাসপ্তমীর দিনে নবপত্রিকা স্নান যাত্রা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের পন্ডিত পুকুরে এবার মহাসপ্তমীর দিনেই বেলি বরণের উপলক্ষে নবপত্রিকা স্নান যাত্রা বাদ্যযন্ত্র সহযোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন করলেন আপামর হিন্দু ধর্মপ্রাণ মানুষজন। পুরনো রীতি রেওয়াজকে অক্ষরে অক্ষরে পালন করে এলাকার বনেদি বাড়ির পুজো গুলির সাথেই সার্বজনীন পুজো গুলির দোলা নিয়ে এসে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হল সকলে। সপ্তমীর দিনের সকাল থেকেই ১২ টি দোলা নিয়ে কলা বৌ কে স্নান করাল পুজো উদ্যোক্তারা।

এদিন পন্ডিতপুকুরে বেদ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে সমস্ত পূজা উদ্যোক্তারায় দেবীকে বরণের লক্ষ্যে কলা বউকে স্নান করাতে হাজির হলেন পন্ডিত পুকুর চত্বরে। হাজারো মানুষ জনের সমাগম লক্ষ্য করা গেল এই দোলা যাত্রা কে কেন্দ্র করে। মহিলারা ও ছোট বড় সকলে এদিন রংবেরঙের পোশাকে সেজে উৎসবকে আরো আনন্দমুখর করে তুলল।ঢাক বাজিয়ে সরি দিয়ে মন্ডপে মন্ডপে পৌঁছলো সকল দোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *