ASANSOL

দুর্গাপূজা উপলক্ষে আসানসোলে সিপিআইএমের পক্ষ থেকে উদ্বোধন করা হলো বুক স্টল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শনিবার মহ ষষ্ঠীর দিন সন্ধ্যায় সিপিআইএম রাজ্য নেতা পার্থ মুখোপাধ্যায় দুর্গাপূজা উপলক্ষে স্থাপিত একটি বইয়ের স্টল উদ্বোধন করেন। আসানসোল গড়াই রোডে চেলিডাঙ্গা হাইস্কুলে স্কুলের সামনে এই বইয়ের স্টলটি উদ্বোধন করা হয়। সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায়ের কাছে একটি বই বিক্রির মাধ্যমে এই বইয়ের স্টলের উদ্বোধন করা হয়।

পার্থ মুখার্জি বলেন, আজ আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আজ তরুণদের কর্মসংস্থান নেই, মানুষ বিপর্যস্ত কিন্তু কোথাও একটা আশা আছে যে অবস্থার উন্নতি হবে এবং দিন বদলে যাবে। তিনি বলেন, মানুষ ক্ষুধার্ত, তারা চাকরি চাইছেন, এমন পরিস্থিতিতে মানুষের ভাগ্য পরিবর্তনের একটাই উপায় সেটি হল শিক্ষার প্রসার। তাই তিনি জনগণের কাছে বই পড়ে নিজেকে শিক্ষিত করার আহ্বান জানান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়, মদন মিত্র, জয়দীপ চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply