ASANSOLRANIGANJ-JAMURIA

পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ও দুই যুবকের আহত হওয়ার ঘটনায়, শোকের ছায়া রানীগঞ্জের তিরাট গ্রামে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ওই দুই যুবকের আহত হওয়ার ঘটনায়, দশমীতে শোকের ছায়া রানীগঞ্জের তিরাট পঞ্চায়েত এলাকার তিরাট গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা যায় নবমীর রাত্রেই মোটর বাইকে করে আসানসোলে ঠাকুর দেখতে বের হয় তিন যুবক, এরপরই পথের মধ্যেই তারা পড়ে দুর্ঘটনার কবলে। ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি স্টেশন সংলগ্ন এক কাল ভাটের কাছে। রাতে বিশ্বমানতার অভাবে ওই যুবকেরা একটি বাইকে করে যাওয়ার সময় গার্ড ওয়ালে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ২৭ এর এলাকার সেরা গোলকিপার সুব্রত পালের।

তার সঙ্গে থাকা দুই সঙ্গী পিন্টু দাস ও তাপস থানদর গুরুতর আহত অবস্থায় ভর্তি, আসানসোল জেলা হাসপাতালে। মহা নবমীর দিন রাত্রে ঘটা এই ঘটনার পরপরই ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে নিমচা ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করে মৃত ও আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর দশমীর দিন দুপুরে মৃত রাকেশ পালের দেহ ময়নাতদন্তের পর তিরাট গ্রামে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে গ্রামে। এলাকার সেরা ফুটবলের গোলকিপারের আকস্মিক এই মৃত্যুতে হতবাক সকলে।

Leave a Reply