BARABANI-SALANPUR-CHITTARANJAN

শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন ঘাটে দশমীর সকাল থেকে চলছে ঘট বিশর্জন


বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বাংলার প্রাণের উৎসব দুর্গা উৎসব , রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকে চলছে নব পত্রিকার বা ঘট বিসর্জন ।
বুধবার সকাল থেকে মহা দশমীর দিনে চলছে নব পত্রিকার বা ঘট বিসর্জন । ষষ্ঠী থেকে নবমী ঘরের মেয়ে উমার আরাধনার পর আসে মনখারাপের দশমী।এবার যে বাপের বাড়ির পাট চুকিয়ে কৈলাসে ফেরার পালা। বছরে মাত্র চারটে দিনই বাপের ঘর আলো করে পূজিত হয় দেবী দুর্গা।

বোধন থেকে ঘট বিসর্জন দেবীর বিদায়ের করুন সুর বেজে ওঠে নবমীর রাত থেকেই। পিতার ঘরের আদর যত্ন ত্যাগ আবার সংসারে ফেরা। পুজোর পাঁচ দিনের আনন্দ যেন নিমেষে যন্ত্রনায় পরিণত হয় দশমীর দিন।সেই মতে পশ্চিম বর্ধমান জেলার কুলটি ,বারাবনি ,সালানপুর, সহ বিভিন্ন গ্রাময় এলাকা জুড়ে একাধিক পুকুর ঘাটে আজ বিভিন্ন পুজো কমিটির উদ্দোগে সকাল থেকে বিভিন্ন পুকুর ঘাটে সভাযাত্রার মাধ্যমে ঘট বিসর্জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *