ASANSOL

আসানসোল বিশেষ সংশোধনাগার পরিদর্শনে রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য

বৈঠক করলেন জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় আসেন। তারা হলেন ডাঃ মারিয়া ফার্নান্ডেজ ও ডাঃ দীপান্বিতা হাজারিকা।
তারা এদিন সকালে প্রথমে আসানসোল বিশেষ সংশোধনাগার বা জেল পরিদর্শন করেন। জেলে মহিলা কয়েদীরা কেমন আছেন তা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দুুজন সংশোধনাগার কতৃপক্ষের সঙ্গে কথা বলেন। তারা সংশোধনাগারের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।


বিশেষ সংশোধনাগার থেকে বেরোনোর সময় মহিলা কমিশনের দুই সদস্যের মধ্যে ডাঃ মারিয়া ফার্নান্ডেজ বলেন, আসানসোল বিশেষ সংশোধনাগারের পরিকাঠামো ভালো বলে বন্দীরা জানিয়েছেন। তারা সবসময় সব সুযোগ সুবিধা পান।


এরপর রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল সহ অনেকেই ছিলেন।
এই বৈঠকের পরে ডাঃ মারিয়া ফার্নান্ডেজ বলেন, জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার একটি রিপোর্ট কমিশনে জমা দেবো।

Leave a Reply