ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

লরির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের, আরও একজনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ সালানপুর থানার এথরা মোড়ের বাইপাশে জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এদিন একটি লরির সাথে অটোর মুখোমুখি সঙ্ঘর্ষ হয় । ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে আহত হয় একজন ।খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ পৌঁছায় আহতকে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
তবে এইনঘটনায় উত্তেজিত জনতা লরির চালকে আটকে মারধর করে এবং জাতীয় সড়ক অবরোধ করে ।
পুলিশ পৌঁছে চালকে স্থানীয় জনতার কাছে থেকে উদ্ধার করে আটক করাহয় ।



স্থানীয়রা জানায় এথরা মোড় বাইপাশের কাছে জাতীয় সড়কের ওপর একটি অটোর সাথে ডাম্পারের মুখো মুখী সংর্ষে একবাক্তি মারা যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয়
বৃহস্পতিবার সকালের দিকে মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কের আসানসোলগামী লেনে যানজট তৈরি হয়। পড়ে সালানপুর থানার পুলিশ পৌঁছে যানজট মুক্ত করে জাতীয় সড়ক।
অটোচালক ও যাত্রীরা কুলটির শাঁকতোড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘাতক কন্টেনার ট্রাক সহ চালককে আটক করে সালানপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *