ASANSOL

আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠকে উঠলো পুরকর, বিল্ডিং প্ল্যান ও ট্রেড লাইসেন্স প্রসঙ্গ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের কাউন্সিলরদের অক্টোবর মাসের বোর্ড বৈঠক হলো বৃহস্পতিবার। এদিনের এই বোর্ড বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক সহ পুরনিগমের কাউন্সিলরা উপস্থিত ছিলেন। পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে এই বোর্ড বৈঠক হয়। এদিনের বোর্ড বৈঠক পুরকর , বিল্ডিং প্ল্যান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
এর পাশাপাশি সামনে আসা কালিপুজো ও ছটপুজো নিয়ে আসানসোল পুরনিগম কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পুর কাউন্সিলরদের অবহিত করা হয়।


বৈঠক শেষে মেয়র বিধান উপাধ্যায় বলেন, বকেয়া পুরকর আদায় করা নিয়ে পুর কতৃপক্ষ কি করতে চলেছে, তা পুর কাউন্সিলরদের জানানো হয়েছে। একইসঙ্গে বিল্ডিং প্ল্যান নিয়ে কি ভাবনা আছে, তাও আলোচনা করা হয়েছে। মেয়র আরো বলেন, পুরকর আদায় করতে হবে, নাহলে পুর পরিসেবা সচল রাখা যাবে না। আমরা চাই আসানসোলের মানুষেরা পুরকর দিতে এগিয়ে আসেন তিনি আরো বলেন, পুরনিগমের পাশ করা প্ল্যান নিয়ে বাড়ি, আবাসন সহ অন্য নির্মাণ করতে হবে। কোন অবস্থাতেই বেআইনি কোন নির্মাণ করা যাবে না। আমরা ইতিমধ্যেই এর একটা সমীক্ষা শুরু করেছি। যারা বেআইনি নির্মাণ করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *