জেকে নগর কোলিয়ারিতে কর্মরত অবস্থায় এক খনি শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের জে কে নগর কোলিয়ারিতে কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় এক খনি শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খনি চত্বরে। খনির এস ডি এল অপারেটর বছর ৫৩ এর বোগড়ার নিচু ধাউরার বাসিন্দা নন্দ রাজওয়ার অন্যান্য দিনের মতোই শনিবার কয়লা খনির কাজে যোগ দিয়েছিলেন। রাত্রের নাইট শিফটে কাজ করার সময় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ায় তাকে তড়িঘড়ি আসানসোলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।




পরে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করার পর ওই ব্যক্তির দেহ কয়লা খনির সামনেই মেন গেটে নিয়ে গিয়ে, দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান কয়লা খনির শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে খনি কর্মীরা। তারা এদিন মৃতের পরিবারের এক সদস্যের চাকরির দাবি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। এখনো ওই ব্যক্তির দেহ খনির সামনেই ফেলে রেখে বিক্ষোভ দেখাচ্ছে খনি কর্মীরা।